আজ : ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Breaking News

বরিশালে ওয়াক্ফ এস্টেট বেদখল ঠেকাতে মোতাওয়াল্লী বহিস্কার

বরিশাল অফিস : বরিশাল নগরীর আগরপুর রোড ওয়াক্ফ এস্টেটের মোতাওয়াল্লী আবুল হোসেন মজনুকে মোতাওয়াল্লীর পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছে । সেই সাথে এস্টেটের ওয়ারিশ সৈয়দা জাকিয়া বেগমকে আগামী পাঁচ বছরের জন্য অফিসিয়াল মোতাওয়াল্লী নিয়োগ দেওয়া হয় । ২৩ নভেম্বর ওয়াক্ফ প্রশাসক বাংলাদেশের অতিরিক্ত সচিব ফয়েজ আহম্মেদ ভূইয়া স্বাক্ষরিত আদেশ বরিশাল জেলা ওয়াক্ফ হিসাব নিরক্ষক মো : আলহাম আবদুল্লার নিকট প্রেরন করা হয় । জানাগেছে , ১৯৯২ সনে বরিশাল সিটি কর্পোরেশনেরে ১৭ নং ওয়ার্ডের আগরপুর রোড দারোগাবাড়ী ওয়াক্ফ এস্ট্রেটের মোতাওয়াল্লী নিযুক্ত হন আবুল হোসেন মজনু । নতুন মোতাওয়াল্লী সৈয়দা জাকিয়া বেগমকে নিয়োমিত এস্টেটের হিসাব দাখিল , সরকারী রাজস্ব পরিশোধ , এস্টেটের বৃওিভোগীদের ভাতা ও ওয়াক্ফ চাঁদা যথানিয়মে পরিশোধ ও ধমীর্য় কার্যদি পালন , রেকর্ডকৃত সম্পতি ব্যাক্তিগত নামে রেকর্ড হওয়া সম্পওি ওয়াক্ফ এস্টেটের নামে রেকর্ড সংশোধন করার নির্দেশ দেওয়া হয় । তাছারা এস্টেটের দখলি সাবেক ও হাল রেকর্ডভুক্ত সম্পওির পরিমান নিরুপন ও সিমানা নির্ধারন এবং বেদখলিয় সম্পওি উদ্ধার করার ব্যাবস্থা গ্রহনে ৫ সদস্যর কমিটি গঠন করে এস্টেট পরিচালনার জন্য নির্দেশ দেওয়া হয় । 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment moderation is enabled. Your comment may take some time to appear.