আজ : ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Breaking News

বরিশালে নারীর ক্ষমতায়নের উপর গুরুত্ব দিয়ে তিন দিন ব্যাপী ক্যাম্প শুরু

বরিশাল অফিস : নারীর অধিকতর কার্যকর ক্ষমতায়নের উপর গৃরুত্ব দিয়ে বরিশাল গাইড হাউস ক্যাম্পাসে শুক্রবার (০৭ জানুয়ারী) হতে শুরু হয়েছে তিন দিন ব্যাপী ১০ম জেলা গাইড ক্যাম্প । বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের বরিশাল জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে গাইড, রেঞ্জার, গাইডার ও গাইড সদস্যসহ প্রায় ৩০০ জন অংশগ্রহণ করছেন। ১০ম জেলা গাইড ক্যাম্পের থীম হচ্ছে, ’এসো গাইডিং করি, বন্ধুত্বময় বিশ^ গড়ি’। রোববার সমাপনী এবং রাতে ক্যাম্প-ফায়ার অনুষ্ঠানের মাধ্যমে এ ক্যাম্পের সমাপ্তি হবে। শুক্রবার সকালে এ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড-এর সচিব প্রফেসর বিল্পব কুমার ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন-এর আঞ্চলিক কমিশনার বেগম ফয়জুন নাহার, অতিরিক্ত আঞ্চলিক কমিশনার রাবেয়া খাতুন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, গার্ল গাইডস এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি, জেলা এবং স্থানীয় শাখার সদস্যবৃন্দ । ১০ম জেলা গাইড ক্যাম্পের সভাপতিত্ব করছেন বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন-এর বরিশাল জেলা কমিশনার ও জেলা শিক্ষা অফিসার লুৎফুন নাহার আফরোজ। সভায় বক্তা এবং অংশগ্রহনকারিরা বলেন দেশে নারীর সঠিক ও অধিকতর কার্যকর ক্ষমতায়নের জন্য প্রয়োজন গার্ল গাইুডিং কর্মসূচীর বিস্তার এবং এর মাধ্যমে প্রশিক্ষণ। বাল্য বিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন প্রতিরোধ, পারিবারিক সুখ-শান্তির বিকাশ, নীতি-নৈতিকতা-মূল্যবোধের চর্চা, দেশের আর্থ-সামাজিক-সাংস্কৃতিক ক্ষেত্রে সুশৃংখল অগ্রগতিতেও গার্ল-গাইডসরা কার্যকর ভুমিকা পালন করতে পারেন বলে তারা মতপ্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment moderation is enabled. Your comment may take some time to appear.