আজ : ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Breaking News

বরিশালে সরকারী খাল দখল করে ব্যাবসায়ীদোকান ঘর নির্মান

স্টাফ রিপোটার : সরকারী খাল , খাস জমি দখলের মহা উৎসবে মেতেছে ভূমি খেকোরা । বরিশাল নগরীর পল্লী এলাকা নব গ্রাম রোড কুদ ঘাটার পুল সংলগ্ন সরকারী খাল অবৈধ ভাবে দখলে নিয়েছে ভূমি দস্যুরা । সূত্রমতে , ভূমি দস্যুদের উচ্ছেদ অভিযান চালানোর পরও থেমে নেই তাদের দখল বানিজ্য । এদিকে ১৭ নং ওয়ার্ডের পূর্ব বগুড়ারোড ও আগোরপুর রোড দারোগাবাড়ী সংযোগ খাল দখল করে শাহিপান নাম দিয়ে বাহাউদ্দিন ওয়ালিদ বনিজ্য চালিয়ে যাচ্ছে । গত মাসে বরিশাল জেলা প্রশাসনের উদ্যেগে খাল উদ্ধার অভিযানের সময় সোহাগ মেডিকেল হল নামে একটি ঔষধের দোকান ঘর ভেঙ্গে দেয় । তার কয়েক দিনের মাথার আবার পুনরায় দোকান ঘর নির্মান কাজ চালিয়ে যাচ্ছে ভূমিদস্যু ডা: নাসির উদ্দিনের ছেলে সোহগ। প্রশাসনের পক্ষ থেকে নিষেধদ থাকা সত্তেও কাজ করে যাচ্ছে সোহাগ । সরেজমিনে গিয়ে জানাযায় , কিছু দিন আগে বরিশাল সিটি কর্পোরেশন কর্তপক্ষ তাদের কাজ করতে বাঁধা প্রধান করে । আইনের তোয়ক্কা না করে দেধারচ্ছে চালিয়ে যাচ্ছে নির্মান কাজ । বাঁধা উপেক্ষা করে নির্মান কাজ চালিয়ে যাচ্ছে ভূমিদস্যু ডা: নাসির উদ্দিনের ছেলে সোহগ । এদিকে একটি সূত্রের দাবী সোহাগ সরকারী ভূমি দখলের পাশাপাশি থানায় দালালী করে এলাকার শান্তি প্রিয় নারী-পুরুষদের হয়রানী করে আসছে । ঔ এলাকার জনতারা সোহাগের অত্যাচারে অতিষ্ঠ হয়েছে । মাদক ব্যাবসা সহ এমন কোন ন্যাককার জনক কাজ নেই যা সোহাগ না করে । সোহাগের ভয়ে ঔ এলাকার লোকেরা আতংকৃত হয়ে জীবন যাপন করে । প্রশাসনের কাছে এলাকাবাসীর দাবী সোহাগকে আইনে আওতায় এনে দৃষ্টন্ত মূলক শাস্তি দেওয়া হউক ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment moderation is enabled. Your comment may take some time to appear.