আজ : ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Breaking News

বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসে ছিনতাইর কবলে এক যুবক

স্টাফ রিপোটার : বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসে এসে ছিনতাইর কবলে পড়ল এক যুবক । মঙ্গলবার ( ৬ ডিসেম্বর ) বিকালে জোনাল সেটেলম্যান অফিসের মধ্যে চায়ের দোকানের সামনে এঘটনা ঘটে । ছিনতাইয়ের কবলে পড়া যুবক সোহেল( ২৭) জানায় , ৩০ ধারায় উজিরপুর সেটেলমেন্ট অফিস থেকে বরিশাল অফিসে একটি মামলা নিয়ে আশে । সেই মামলার আপওিপত্র দেওয়ার জন্য মহরি শাজাহানের কাছে যায় । শাজাহানের দাবীকৃত টাকা না দেওয়ায় জোড় পূর্বক সোহেলের পকেট থেকে ৮ হাজার টাকা ছিনিয়ে নেয় মহরি শাজাহান ও তার সংঙ্গপাংঙ্গরা । পরে উপস্থিত জনতার সাথে শাজাহানের  বাকবিতান্ড হয় । এক পর্যায়ে শাজাহান নিজেকে আইনজিবী সমিতির সভাপতি পরিচয় দিয়ে রক্ষা পায় । সূত্র জানায় , টাউট , বাটপার , প্রতরক চক্র ও ছিনতাই কারীদের বাসস্থান জোনাল সেটেলমেন্ট ও ভূমি অফিস । এখানে মামলা নিয়ে আশা সহজ সরল মানুষদের শাজাহানের মত মহরিরা জোড় পূর্বক টাকা ছিনিয়ে নেয় তার প্রতিবাদ করার মত কেউ সাহস পায়না । এ ব্যাপারে মহরি শাজাহানের সাথে কথা বললে ছিনতাইয়ের ঘটনা অস্বিকার করে বলে মক্কেল আমার কাছে কাজ করতে আশলে তার ফিস নিয়েছি মাত্র , ছিনতাই করিনি । খোজ নিয়ে জানাগেছে মহরি শাজাহানের বাড়ী উজির পুর হারতা গ্রামে। দির্ঘ দিন যাবত সে মানুষের সাথে প্রতরনা করে টাকা-পয়সা হাতিয়ে নিয়ে সটকে পরে । কখন নিজেকে এসিল্যান্ট আবার কখনো আইনজিবী পরিচয় দিয়ে প্রতরানা করে আসছে বলে অভিযোগ আছে । তবে এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন মডেল থানার সহকারী কমিশনার আজাদ রহমানের সাথে আলাপ করলে তিনি বলেন , ছিনতাইকারী ,প্রতারক , টাউট বাটপার যেই হউক না কেন আমরা আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দিব । তিনি আরো বলেন ভুক্তভুগির অভিযোগ পেলে জোড়ালো ভাবে বিষয়টি খতিয়ে দেখা হবে ।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment moderation is enabled. Your comment may take some time to appear.