আজ : ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Breaking News

বরিশাল নগরীর সিচকে চোর নাসিরের অত্যাচরে অতিষ্ঠ এলাকাবাসী

বরিশাল অফিস : নাসির (৩৮) নগরীর দক্ষিন আলেকান্দা বরিশাল সিটিস্কনের পূর্ব পাশে ভাড়াটিয়া বাসায় ভাড়া থাকে ।নিজেকে কখনো ডিবি পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতরনা করে আবার কখনো সাংবাদিক পরিচয়ে ভয় দেখিয়ে হুমকি দেয় ।পদে পদে মানুষের সাথে প্রতরনা করে আসছে । কে ? ওর লাগাম টেনে ধরবে । এবিষয়ে নাসিরের সাথে আলাপ করলে বলে , র‌্যাব , পুলিশ আর সাংবাদিক আমার পকেটে থাকে একথা বলে ।মোবাইল ফোনে (০১৬৭০৯৭৭০৩৩) নাম্বর দিয়ে ১১ সেপ্টেম্বর দুপুরে সাংবাদিক এম.জামাল হোসেনকে জীবন নাশের হুমকি বলে দু দিনের মধ্যে আমি তোকে খুন করে ফেলবো । হত্যার হুমকিতে সাংবাদিক জামাল পালিয়ে বেড়াচ্ছে । সাংবাদিক জামাল বলে আমার ব্যাবহিত ০১৭৪০৫৭২৩৫৪ নামবারে ফোন দিয়ে দালাল নাসির হত্যার হুমকি দিয়ে বলে তোকে খুন করে লাশ গুম করে পেলবো । বরিশাল বিভাগীয় পাসর্পোট অফিসের দালাল চক্রের মূল হোতা নাসিরের নামে গত বিগতদিন যাবত স্থানীয় কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে এ হুমকি দেয়।এদিকে গত বছর ডিবি পরিচয় দিয়ে চাঁদার দাবীতে নবগ্রাম রোডের কেরানী বাড়ীর পুল আনোয়ারা মঞ্জিলের এক মহিলাকে প্রান নাশের হুমকি দেয় নাসির । পরে মহিলা তার আতœীয় ডিবির ওসি কালামকে জানায় ও থানায় জিডি করেন । ডিবি পুলিশের ওসি নাসিরকে প্রথমে মোবাইল ফোনে বিষয়টি জানতে চাইলে তাকে ও হুমকি দেয় নাসির ।এনিয়ে সংবাদ প্রকাশিত হয়ে ও ছিল কিন্তু কাজে কিছুই আসে নাই । নাসিরের খুটির জোর কোথায় ? জানতে চায় নগরবাসী । অন্য দিকে জামায়াত শিবিরের গাড়ী পোড়া মামলার অন্যতম আসমী , এর আগে ঢাকায় বিভিন্ন মানুষের সাথে প্রতরনা করে জেল খেটে বরিশালে পাড়ি জমায় নাসির । সেখানে ভুয়া নাম ঠিকানা দিয়ে মেয়েদে সাথে প্রতরনা করে বিবাহ করে পালিয়ে আশে ।মেয়েটির নাম আকলিমা । বরিশালে এসে ভংগিমা ধরে কাজ না পেয়ে দালালি করি ভাই কি করে খাব । পড়া লেখার তো বালাই নাই । পরিচয় দেয় আমার মামা মেয়র । স্ত্রী শিশু পার্কের ম্যানেজার ফ্রি ডুকটে দিব টাকা লাগবে না ।জাতীয় দৈনিকের এক ব্যুরো প্রধান জানায় ,নাসির মনিুষের সাথে প্রতরনা করে লাখ লাখ টাকা কামিয়ে নিচ্ছে । বেকার ছেলে টাকা পায় কোথায় । মামলা খেতে খেতে আমল নাম ভাড়ি হয়েছে । ওর সাথে আমর পরিচয় হয় সোনলী ব্যাংকে বসে আমার বোনের পাসপোর্ট বানানোর কথা বলে টাকা নেয় নাসির । আমি তখনই ওকে পুলিশে দিতে চাই ও আমার হাত পা ধরে বলে ভাই কাজ না পাওয়ায় মানুষের সাথে প্রতরনার আশ্রায় নিই । কথা সুনে ওকে পত্রিকার হকারের চাকুরি দিই । কথায় আছে চোরে সোনেনা ধর্মের কাহিনী । সেখানেও চুরি করে ধরা খায় পরে আউট।এর পর চাকুরির না পেয়ে চালালি করতে থাকে । দালালি করতে করতে আঙ্গুল ফুলে কলা গাছ কলা গাছ ফুলে বট গাছ হয়েছে তাই যদি না হয় কিভাবে সাহস পায় ডিবির ওসিকে ও সাংবাদিকদের হুমকি দেওয়া । এমনই প্রশ্ন নগরবাসীর । দালালি বন্ধের বিষয়ে বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের (ডিবির) মুখপত্র মো : শাখয়াত হোসেনের সাথে আলাপ করলে বলেন ,দালাল নিমূল করতে আমাদের অভিযান চলবে । আগের চেয়ে দালালদের দৌরত্ত অনেক কমিয়ে আনতে সক্ষম হয়েছে ডিবি পুলিশ । শান্তি প্রিয় নারী পুরুষের দাবী এপ্রতরক নাসিরকে আইনের আওতায় এনে দৃস্টান্ত মূলক শাস্তি দেওয়া হউক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment moderation is enabled. Your comment may take some time to appear.