আজ : ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Breaking News

বাকেরগঞ্জ বার আউলিয়ার দরবারের ৫৬১তম বাৎসরিক ওরশ মাহফিল।

বরিশাল অফিস : ঐতিহাসিক বার আউলিয়ার দরবার শরীফের ৩দিন ব্যাপী ৫৬১তম বাৎসরিক ওরশ মাহফিল আগামী ১১, ১২ ও ১৩ই মার্চ ইং ২০১৭, বাংলা- ২৮, ২৯ ও ৩০ শে ফাল্গুন ১৪২৩ শুরু হতে চলছে। বাকেরগঞ্জ রঙ্গশ্রী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের দিল¬ীর তৃতীয় মুঘল স¤্রাট আকবরের শাসনামলে জমিদার আগাবাকের স্মৃতি বিজরিত ৫৬১ বৎসর পূর্বে পারস্য উপ-মহাদেশ থেকে দক্ষিণ বঙ্গে হযরত মোহাম্মদ (সঃ) এর উত্তরসূরী ১২ জন ওলি আউলিয়া ইসলাম প্রচারের জন্য আসেন এবং ঘাটি স্থাপন করেন আউলিয়াপুর গ্রামে। বিট্রিশ শাসন আমলে তুলাতুলা নদীর পানিতে হোগলায় বসে ভেসে ভেসে উদয় হয়েছিলেন হযরত কালু শাহ দেওয়ান (রা:)। অলৌকিক কির্ত্তীর মধ্যে উলে¬খযোগ্য সাথে থাকা একটি চাকু। মাজারের নাম করণ করা হয় হযরত কালু শাহ দেওয়ান (রা:) মাজার শরীফ। প্রতিবছর ফাল্গুন মাসের শেষ দিকে অর্থাৎ দোল পূর্ণিমায় বার আউলিয়ার দরবার ও হযরত কালু শাহ দেওয়ান (রা:) মাজারে বাৎসরিক ৩দিন ব্যাপী ওরশ মাহফিলে স্থানীয় ভক্ত সহ দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে আগত অগনিত মুরীদান, আশেকান, ভক্ত দর্শনার্থীদের আগমন ঘটে। আশেকান, মুরীদান ও ভক্তবৃন্দের দান-সদকা নিয়ে আসেন খাস নিয়তে দোযাহানের অশেষ নেকী হাসিল ও সকল কষ্ট, বিপদ-আপদ মুক্তি পাওয়ার লক্ষ্যে। ৩দিন ব্যাপী থাকা খাওয়ার সুব্যবস্থা সহ চলে মারফতি, ভান্ডারী, মুর্শীদি, কাওয়ালী, কালাম সহ আল¬াহ্ ও রাসূলের সানসহ বিভিন্ন পালা গানের আসরে আনন্দ উল¬াসে মুখরিত থাকে এই দরবার ও মাজারটি। এছাড়াও মহিলাদের জন্য আলাদাভাবে থাকা-খাওয়ার সুব্যবস্থা আছে। ওরশ মাহফিলের এ্যাডহক ১১ সদস্য বিশিষ্ট কমিটি আহ্বায়ক রঙ্গশ্রী ইউনিয়নের ইউ.পি সদস্য হাজ্বী মোঃ মাহবুব আলম খন্দকার, দরবারের ভারপ্রাপ্ত খাদেম সালাম ফকির, জাহাঙ্গীর মোল¬া ও হযরত কালু শাহ দেওয়ান (রা:) মাজার শরীফের গদিনিশি সাকিব দেওয়ান, রিয়াজ দেওয়ান। ৩দিন ব্যাপী ওরশ মাহফিল পূর্বের মত সুন্দর সুষ্ঠ শান্ত মনোরম পরিবেশে পরিচালনা করবেন বলে আশ্বাস ব্যক্ত করেন সাংবাদিক ও পরিচালক হিউম্যান রাইটস (বাসক), বাংলাদেশ তালুকদার মোঃ শহীদ, সাংবাদিক ফয়েজ লেমন ও প্রেসক্লাবের সহ-দপ্তর সম্পাদক সফিক খানের কাছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দরবারের সভাপতি মোঃ জয়নাল আবেদীন এর কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি জানান, পূর্বের মতই সুন্দর, সুষ্ঠ ও শান্ত পরিবেশে এই ওরশ মাহফিল অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, প্রশাসনিক তৎপরতা অব্যহত থাকবে এই ওরশ মাহফিলে। বার আউলিয়ার দরবার ও হযরত কালু শাহ দেওয়ান (রা:) মাজারের গদিনিশি সহ খাদেমবৃন্দ ও এলাকাবাসীর দাবি গত বৎসরের মত এ বৎসরও সুন্দর সুষ্ঠ ও শান্ত মনোরম পরিবেশে অনুষ্ঠান পরিচালনা করার জন্য প্রশাসনিক সহযোগিতা কামনা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment moderation is enabled. Your comment may take some time to appear.