আজ : ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Breaking News

বানারীপাড়ায় বি এন পির প্রার্থীসহ ১০৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। ১৬ জন আটক।।

বানারীপাড়া প্রতিনিধি।।

বরিশাল-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস.সরফুদ্দিন আহমেদ সান্টু সহ ১০৩ জন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বানারীপাড়ায় গুলি বর্ষণ ও হামলায় যুবলীগ-ছাত্রলীগের ১০ নেতা-কর্মী আহত হওয়ার ঘটনায় গতকাল সোমবার রাতে বানারীপাড়া উপজেলা যুবলীগের সভাপতি নূরুল হুদা তালুকদার বাদী হয়ে বানারীপাড়া থানায় এ মামলা দায়ের করেন। পুলিশ ওই দিন রাতেই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপির ১৬ নেতা-কর্মী ও সমর্থককে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন আবুল কালাম আজাদ (৫৯), মো. রফিকুল ইসলাম সরদার(৪০), মো. আলমগীর হোসেন(৫৪), মো. বাবুল(৪০), মো. মাসুদ শেখ (৪৫), মো. মোজাম্মেল হোসেন গোমস্তা(৩০), মো. সহিদুল ইসলাম বেপারী(৪৫), মো. শরীফ বাহাদুর(৪৫), মো. সাইদুল ইসলাম (২৫), লিটন বেপারী (৪২), মো. আয়নাল হক(৫৬), মো. মোকাদ্দেস বেপারী(৬০), ফজলুল হক(৪৫) ও বাবুল মিয়া(৫৪)। আজ মঙ্গলবার সকালে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। এ মামলার অপর আসামীরা হলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ মৃধা, সহ সভাপতি মোঃশাহ আলম মিয়া,পৌর সভাপতি মোঃ আহসান কবির নান্না হাওলাদার ,সাধারন সম্পাদক আঃ সালাম,সাংগঠনিক সম্পাদক মোঃআলমগীর মাঝি,যুবদল পৌর আহবায়ক মোঃকাউয়ুম উদ্দিন ডালিম,যুগ্ম আহবায়ক মোঃমিজান ফকির,যুগ্ম আহবায়ক মোঃলিমন মাঝী,থানা যুবদল সহ সাধরন সম্পাদক মোঃসনেট তালুকদার, থানা ছাএদল নেতা মোঃসাগর মাঝী ,মোঃ পাভেল হাওলাদার। মামলায় বিএনপি প্রার্থী এস. সরফুদ্দিন আহমেদ সান্টু সহ নামধারী ৪৩ জন ও ৫০-৬০ জন অজ্ঞাত নামা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের আসামী করা হয়েছে। প্রসঙ্গত সোমবার বিকাল ৪টার দিকে বিএনপি মনোনীত প্রার্থী এস.সরফুদ্দিন আহমেদ সান্টু দু’টি মাইক্রোবাস ও ৪/৫ টি মাহেন্দ্র-আলফা গাড়িতে ৪০/৫০ জন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও ক্যাডারদের নিয়ে বানারীপাড়া পৌর শহরের বাসষ্ট্যান্ড থেকে বন্দর বাজারের দিকে যাচ্ছিলেন।এসময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মাহমুদ মাহাবুব মাষ্টারের বাসষ্ট্যান্ড সংলগ্ন বাড়ির সামনের সড়কে বিপরীত দিক থেকে আসা ২০/২৫ জন যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের সাথে এস.সরফুদ্দিন আহমেদ সান্টুর সংঘর্ষ বাধে। সংঘর্ষের এক পর্যায়ে সান্টু তার পিস্তল দিয়ে ৪/৫ রাউন্ড গুলি ছোড়েন ।পরবর্তীতে তার গাড়ি বহরে থাকা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নেমে রড ও লাঠি সোটা নিয়ে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের বেধরক পিটিয়ে জখম করে। এতে যুবলীগ ও ছাত্রলীগের ১০ নেতা-কর্মী গুরুতর আহত হন। আহতদের বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বানারীপাড়া ও উজিরপুর উপজেলায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এদিকে বরিশাল-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস.সরফুদ্দিন আহমেদ সান্টু যে পিস্তল দিয়ে গুলি বর্ষণ করেন সেটি উজিরপুর থানা পুলিশ জব্দ করেছে বলে জানা গেছে।।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment moderation is enabled. Your comment may take some time to appear.