আজ : ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Breaking News

বানারীপাড়ায় ৫২০ বোতল ফেন্সিডিল সহ আটক-২

জাকির হোসেন, বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় ৫২০ বোতল ফেন্সিডিল সহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার চাখার ইউনিয়নের ছোট ভৈৎসর গ্রামে একটি পিকআপ ভ্যান দেখতে পেয়ে টহল পুলিশের সন্দেহ হয়। এসময় এএসআই মহসিন ও কনষ্টেবল রফিকুল ইসলাম ওই এলাকার মিয়া বাড়ীর জামে মসজিদের সামনের পাকা রাস্তার ওপর ওই পিকআপ ভ্যান থামিয়ে বেনাপোল থানার বুত্তিপাশা গ্রামের আ.রউফের ছেলে মনিরুজ্জামান (২৮) ও যশোর কোতয়ালী থানার দত্তপাড়া গ্রামের সেরাজুল
ইসলামের ছেলে মেহেদী হাসানকে (২৬) আটক করে জিঙ্গাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার পায় গাড়ির ভিতরে বিশেষ কায়দায় তারা ফেন্সিডিল নিয়ে এসেছে। ওই ফেন্সিডিল তারা মাদক ব্যবসায়ী হুমায়ুনের লোকের হাতে তুলে দিতে ঘটনাস্থলে
এসেছিলো বলে জানায়। এসময় ঘটনাস্থলে স্থানীয় লোকজন জড়ো হয়। বিষয়টি এএসআই মহসিন থানার অফিসার ইনচার্জ (ওসি) শিশির কুমার পালকে জানালে তিনি ও উপ-পরিদর্শক মো. রিয়াজ ঘটনাস্থলে গিয়ে জনসন্মুখে ওই পিকআপ ভ্যানের পিছনের চালি খুলে বিশেষ কায়দায় রাখা ৫২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পিকআপ ভ্যান সহ ওই দুইজনকে থানায় নিয়ে আসেন। এ ব্যপারে মঙ্গলবার সকালে উপ-পরিদর্শক মো. রিয়াজ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এ ব্যপারে চাখার ইউপি চেয়ারম্যান খিজির সরদার জানান ওই পিআপ ভ্যান
আটক করার পরে ছোট ভৈৎসর গ্রামের সোহাগ একই এলাকার ওয়ার্কসপ মালিক মনিরকে
মুঠোফোনে কল দিয়ে ওই পিআপ ভ্যান তরমুজ নিতে এসেছে জানিয়ে তা ছেড়ে দিতে বলেন। তিনি আরও জানান সোহাগ চাখার বাজারে সোহাগ ফার্মেসী নামে ওষুধ ব্যবসার অন্তরালে মূলত মাদক ব্যবসা করে। এর আগে সে মাদক সহ গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাবাসও করেছে। উদ্ধার হওয়া ওই ফেন্সিডিল সোহাগ ও পার্শ্ববর্তী
উজিরপুর উপজেলার নারায়ণপুর এলাকার তার ভগ্নিপতির হতে পারে বলে তার ধারণা। এদিকে বরিশাল জেলা সহকারী পুলিশ সুপার (বাকেরগঞ্জ.উজিরপুর ও বানারীপাড়া সার্কেল) আনোয়ার সাঈদ মঙ্গলবার সকালে থানায় এসে ওই দুই আসামীকে জিঙ্গাসাবাদ করেন। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শিশির কুমার পাল জানান ফেন্সিডিল সহ আটককৃতরা জিঙ্গাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে যা যাচাই-বাছাই করা হচ্ছে। এদিকে মঙ্গলবার দুপুরে চাখার ইউপি চেয়ারম্যান খিজির সরদার সোহাগের ফার্মেসীতে তালাবদ্ধ
করে দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment moderation is enabled. Your comment may take some time to appear.