আজ : ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Breaking News

বানারীপাড়া উপজেলা নির্বাচনে নৌকার কান্ডারী হয়ে জনগনের পাশে থাকতে চান সুব্রত লাল কুন্ড।।

জাকির হোসেন, বানারীপাড়া।।

বানারীপাড়ার এক সময়ের তুখোর ফুটবলার,উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের সাবেক সফল ও জনপ্রিয় সাধারণ সম্পাদক বর্তমানে পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন।৮০’র দশকে বানারীপাড়া সহ দক্ষিনাঞ্চলের তুখোর ফুটবলার সুব্রত লাল কুন্ডুর স্বপ্ন ছিলো জাতীয় ফুটবল দলে খেলে দেশবরণ্যে ফুটবলার হওয়ার। ১৯৮৪ সালে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত শের-ই বাংলা কাপ ফুটবল টুর্নামেন্টে তিনি পিরোজপুর জেলা দলের হয়ে খেলে খেলার নৈপুন্যতা দেখিয়ে সবার নজর কেড়ে ছিলেন। ওই সময় ফুটবল খেলোয়ার হিসেবে তাকে সবাই স্বনামে চিনতেন। তিনি আবাহনী কিংবা মোহামেডান দলে খেলারও স্বপ্ন লালণ করতেন বুকের গহীনে। এলাকার মাটি ও মানুষের টানে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বাস্তবায়ন করতে গিয়ে কৃতী খেলোয়ার হওয়ার স্বপ্নকে জলাঞ্জলী দিয়ে তিনি জড়িয়ে পড়েন ছাত্রলীগের রাজনীতিতে।ছাত্র জীবনে ১৯৮৬ সালে বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। টানা অর্ধ যুগ এ পদে গৌরবময় দায়িত্ব পালণ করে ১৯৯২ সালে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নিবাচিত হন। ২০০০ সাল পর্যন্ত নেতৃত্ব দিয়ে তিনি যুবলীগকে সুসংগঠিত ও সুশৃঙ্খল সংগঠনে রূপান্তরিত করেন। সাংগঠনিক দক্ষতার কারণে এর পর তিনি উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সর্বকনিষ্ট সদস্য নির্বাচিত হন।সর্বশেষ ২০১২ সালে অনুষ্ঠিত কাউন্সিলে তিনি পৌর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। তার বলিষ্ঠ ও সুযোগ্য নেতৃত্বের কারণে পৌর আওয়ামী লীগ সাংগঠনিক ভাবে উপজেলা আওয়ামী লীগের সঙ্গে সমানতালে শক্তিশালী সংগঠনে রূপান্তরিত হয়েছে। দলের পক্ষে কাজ করতে গিয়ে বিএনপি-জামায়াতের রোষানলে পড়ে তাকে বিভিন্ন সময় হামলা-মামলার শিকার হতে হয়েছে। মিথ্যা ও হয়রানিমূলক মামলায় কারাবাসও করতে হয়েছে অনেক বার। দীর্ঘদিনের ত্যাগ ও যোগ্যতার যথার্থ মূল্যায়ন করে তাকে দলীয় মনোনয়ন দেওয়া হবে বলে তার ঐকান্তিক বিশ্বাস।সদালপী প্রজ্ঞাবান ও মেধাবী দুঃসময়ের পরিক্ষীত মুজিব অন্তঃ প্রাণ এ নেতাকে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী করা হলে বিজয়ের ধারা অব্যাহত রাখার পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বির্নিমাণ ও বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প-২০২১ ও ২০৪১ বাস্তবায়নে তিনি তৃনমূলে অগ্রণী ভূমিকা পালণ করতে পারবেন বলে দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment moderation is enabled. Your comment may take some time to appear.