আজ : ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Breaking News

বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা বেড়েছে

ষোড়শ সংশোধনী নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের ফলে সরকার অখুশি হলেও এতে বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা বেড়েছে। এ দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মিঞা মোহাম্মদ সেলিমের মৃত্যুতে আয়োজিত স্মরণসভায় প্রধান অথিতির বক্তব্য তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘আজ আমরা কোথায় এসে পৌঁছেছি যে বিচার বিভাগের সর্বোচ্চ ব্যক্তিকে বলতে হয় এদেশে যেন ব্যক্তির শাসন প্রতিষ্ঠিত না হয়, অর্থবহ সংসদ যাতে প্রতিষ্ঠিত হয়, ১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় যাতে নির্বাচিত না হয়। তিনি অত্যন্ত সাহসিকতার সাথে কথাগুলো বলেছেন। আমরাও সে কথাগুলোই বলছি।’

তিনি আরও বলেন, ‘যে দেশে বিচার বিভাগের স্বাধীনতা নেই সেই দেশ কখনোই বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। দেশে এমন যদি কোনো আইন হয় যা মানুষের মৌলিক অধিকারের পরিপন্থি তাহলে তা অবশ্যই বাতিল হয়ে যাবে কারণ আইন তার নিজস্ব গতিতে চলে।’

মঈন খান মিঞা মোহাম্মদ সেলিমের স্মৃতিচারণ করে বলেন, তিনি ছিলেন জাতীয়তাবাদী আদর্শের এক অতন্দ্র সৈনিক। বিএনপির কঠিন সময়ে তিনি কঠিন দায়িত্ব পালন করেছেন। তার প্রতিটি পদক্ষেপে গণতন্ত্রের প্রতি আস্থার প্রতিফলন ছিল।

তিনি আরও বলেন, ‘আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্রকে ফিরিয়ে আনব। আওয়ামী লীগ বলে প্রেসিডেন্ট জিয়াউর রহমান না কি মার্শাল জারি করেছিলেন। এটি হলো ইতিহাসের সবচেয়ে অসত্য কথা।’

স্মরণসভায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় দলের প্রতিষ্ঠাতা সেক্রেটারি আব্দুর রহিম, অ্যাডভোকেট নেছার উদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ হান্নান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment moderation is enabled. Your comment may take some time to appear.