আজ : ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Breaking News

বেঁচেও মুক্তি মেলেনি আজ

সুমন কুমার দাস : বরিশালে ৮ ডিসেম্বর ১৯৭১ সনে পাকহানাদার মুক্ত হয় । প্রতি বছরের ন্যায় এবছরও বরিশাল মুক্ত দিবস পালিত হয়েছে নানা কর্মসূচির মধ্যেদিয়ে । জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্দ্যেগে বর্নাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে নগরীতে । বগুড়া রোডস্থ মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনে রাস্তার স্লাবে বসে সকালে দীর্ঘস্বাস ছেড়ে বলতে শোনাযায় মেহেন্দিগঞ্জ উপজেলা থেকে আসা মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন বলছে , বেঁচে থেকেও মুক্তি মেলেনি আজ । এ কথার কারন খুজতে দেখা যায় নতুন সংসদ কমপ্লেক্রে বসার জায়গা নেইতার । দেখাগেছে ,মূলভবন ভাড়া দেওয়া হয়েছে একটি বে-সরকারী চিকিৎসা প্রতিষ্ঠানের কাছে দি¦তীয়তলা সহ । এ ছাড়া সংসদের বর্ধিত অংশে একটি মোবাইলের দোকান চোখে পড়ে । দুর দুরান্ত থেকে আসা মুক্তিযোদ্ধাদের দাড়ানোর জায়গাটুকু ছিলনা জেলা মুক্ত দিবসের দিনটিতে । এভাবেই মুক্তিযোদ্ধা জয়নালের মত একাধিক সহোযোদ্ধার মন্তব্য ছিল প্রায় এরকমই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment moderation is enabled. Your comment may take some time to appear.