আজ : ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Breaking News

ভিওআইপি ব্যবসার বিরুদ্ধে ২৪৭টি মামলা

সংসদ ভবন থেকে : গত ৬ বছরে অবৈধ ভিওআইপি ব্যবসার বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের দায়ের করা ও পুলিশ, র‌্যাবসহ আইন-শৃংখলা বাহিনীর দায়ের করা মামলাসমূহ বিশেষজ্ঞ মতামত বা তদন্ত প্রতিবেদন অনুমোদনের জন্য কমিশনে ২৪৭টি মামলা পাঠানো হয়েছে। এসব মামলার ৩৫৪ জন ব্যক্তি এবং ৯টি প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনা হয়েছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেলে জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর এক লিখিত প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগ প্রতিতমন্ত্রী বেগম তারানা হালিমের পক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ কথা বলেন।

তিনি আরো বলেন,  গত এক বছরে অবৈধ ভিওআইপি বিরোধী ৩৩টি অভিযানে বিভিন্ন অপারেটরের ৩০ হাজার ১৪৭টি সিম বা রিম জব্দ করা হয়েছে।

এগুলোর মধ্যে টেলিটকের ১০ হাজার ৮০৫টি, গ্রামীণ ফোনের ৪ হাজার ৯৫৬টি, এয়ারটেলের ৬ হাজার ৩৬৩টি, রবি’র ৬ হাজার ৯২৪টি, বাংলালিংকের ১ হাজার ৯১টি, সিটিসেলের ৪টি এবং র‌্যাংকসটেলের ৪টি সিম বা রিম জব্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment moderation is enabled. Your comment may take some time to appear.