আজ : ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Breaking News

মাদারীপুর থেকে বরিশালে আসা ৫ অবিভাবক ওরা কারা !

বরিশাল অফিস : মাদারীপুর থেকে বরিশাল নগরীর বাংলা বাজার ক্যাডেট কোচিংয়ে ভর্তি হওয়ার জন্য আসা ৫ শিক্ষার্থী ভর্তি হয়ে ক্লাস না করে আবার ফিরে চলে গেছে মাদারীপুরে বিষয়টি নিয়ে এলাকার জনমতে রহস্যের জালবুনছে । কেন বা এরা ভর্তি হল হয়েও বা কেন চলে গেল এ বিষয় নিয়ে নানা কানঘোষা চলছে চায়ের দোকানে । শিতের সকালে চায়ের কাপে ফুদিয়ে ফাঁকে ফাঁকে এলাকার মুসুল্লিদের বলতে শোনাযায় , মাদারীপুর থেকে আশা অর্নিবান নামের কোচিং সেন্টারে ভর্তি হওয়ার ১ সপ্তাহ পর ক্লাস না করে ভর্তি ফি ফেরৎ নিয়ে চলে গেছে শিক্ষার্থীদের অবিভাবকরা । শোনাগেছে , সোমবার (১২ ডিসেম্বর) ৫ অবিভাবক অর্পিতা আক্তার সোমা , রুমানা বেগম , খলিলুর রহমান , সাবিহা আক্তার , ডলি আক্তার । ২৫ হাজার ৫শত টাকা নিয়ে বরিশাল অর্নিবান কোচিংয়ের পরিচালক মাসুদ পারভেজের কাছ থেকে মাদারীপুর সাহিন কোচিংয়ে গিয়ে ভর্তি হয় তারা । মাসুদ পাভেজ অভিযোগ করে বলে , এ টাকার বিষয়ে ১৭ নং ওয়ার্ডের কাউন্সিল আক্তারুজ্জামান গাজী হিরুর পিয়ন হানিফ আমাকে হুমকি দেয় । ৫ শিক্ষার্থী রায়দিন ইসলাম, সানূন মোর্শেদ , তাসিম সিয়াম , তাহসিন কবির , ইসতিয়াক দিপ্র ৬ ষ্ঠ শ্রেনিতে ২৫ হাজার ৫ শত টাকা দিয়ে ভর্তি হয় সেই ভর্তির টাকার জন্য প্রথমে আমাকে কাউন্সিলর পরিচয়ে হুমকি দেয় পরে বন্দর থানার পুলিশ পরিচয়ে টাকা দাবী করে । ভর্তি নেওয়া টাকা ফেরত দিতে হবে তা না হলে তোকে ধরে নিয়ে যাবো । আমি ভয়ে পরদিন আতংকিত হয়ে টাকা ফেরৎ দিই । পরে জানতে পারলাম এরা কোন জঙ্গি সংগঠনের লোক হবে যার কারনে ভর্তি হয়ে চলে গেল ।সূত্রজানায় , আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রতিকুলে থাকায় সুবিধা না করতে পেরে চলে গেছে । মাদারীপুর এত দূর থেকে এসে ভর্তি হয়ে বিনা কারনে সকলে চলে যেতে পারে না । এদের বড় ধরনের মিশন ছিল । অন্যান্য অনেকে ধারনা করে দেশের হুজি সদস্যদের প্রতি প্রশাসনের কঠোর অবস্থান নেওয়ার কারনে তেমন কোন সুবিধা করতে না পারায় ঘুরে দাড়ানোর জন্য বরিশালে আসে । দেখানোর মত অজুহাত নেয় কোচিংয়ে ভর্তি হওয়া । এখানেও সুবিধা করতে না পেরে সটকে পরে । এ ব্যাপারে ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর হিরুর পিয়ন হানিফের কাছে জানতে চাইলে ঘটনার সত্যতা শিকার করে বলে , প্রয়োজন ছিল ভর্তি হয়েছে তাদের কে আমি কোন আশ্রায় দিই নাই । তারা আমার ভাই বোন হয় । এ দিকে অপর একটি সূত্রের ভাস্য হানিফ কাউন্সিলরের প্রভাব খাটিয়ে হুজি সদ্যসদের আশ্রায় দেয় তেমন একটা সুবিদা না করতে পেরে অন্যত্র তাদের কে পাঠিয়ে দেয় বলে জানাগেছে ।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment moderation is enabled. Your comment may take some time to appear.