আজ : ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Breaking News

মাস্টার কার্ড জালিয়াত চক্রের ৫ সদস্য গ্রেফতার

রাজধানীতে জালিয়াত-চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তারা জালিয়াতির মাধ্যমে মাস্টার কার্ড ইস্যু ও তা বিক্রি করে আসছিল। মঙ্গলবার তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন মেহেদি হাসান, হায়দার হোসেন, জহিরুল হক, রিয়াজুল ইসলাম ও আসকার ইবনে ইসহাক।

ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে বুধবার দুপুরের দিকে রাজধানীর মালিবাগে সিআইডির কার্যালয়ে প্রেস ব্রিফিং করা হয়।

বিফ্রিংয়ে সিআইডির বিশেষ সুপার (অর্গানাইজড ক্রাইম) মোল্যা নজরুল ইসলাম বলেন, ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে ইন্টারনেটভিত্তিক মাস্টার কার্ড (পেওনিয়ার) ইস্যু ও তা বিক্রি করে আসছিল জালিয়াত-চক্রটি। এই কার্ড ব্যবহার করে বিদেশে টাকা পাচার করা যায়।

সিআইডির পক্ষ থেকে বলা হয়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের কাছ থেকে ১৪১টি পেওনিয়ার মাস্টার কার্ড, নগদ ৯ লাখ ২১ হাজার ৫০০ টাকাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment moderation is enabled. Your comment may take some time to appear.