আজ : ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Breaking News

মিডিয়া পাড়ায় দৌড়ঝাপ শুরু উজিরপুর সাব-রেজিস্ট্রার

স্টাফ রিপোটার: জাতীয় ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশের পর মিডিয়া পাড়ায় দৌড়ঝাপ শুরু । বরিশাল উজিরপুর সাব রেজিস্ট্রার হাফিজুর রহমানের নামে (২৮ অক্টবর) সংবাদ প্রকাশের পর মিডিয়া পাড়ায় দৌড় ঝাপ শুরু করেছে। সূত্রমতে,ঘুষ,দূর্নীতি আর অনিয়মে জরজরিত বরিশাল উজিরপুর সাব-রেজিস্ট্রার হাফিজুর রহমান । জাতীয় সহ স্থানীয় বরিশালের আজকাল ,বিপ্লবি বাংলাদেশ, পত্রিকায় সংবাদ প্রকাশ হয় । সংবাদ প্রকাশের খবর ছড়িয়ে পরার পর স্থানীয় মিডিয়া অফিসে তদবির করার জন্য দৌড়ঝাপ শুরু করেছে । স্থানীয় পত্রিকার কথিত লোকদের দিয়ে প্রতিবেদকে বৃবভ্রন্তি ও ভবিৎষতে এধরনের সংবাদ প্রকাশনা করার জন্য মোবাইল ফোনে হুমকি দেয় । গোপন সূত্র জানায়, উজিরপুরের শির্ষ চাঁদাবাজ ,মাদক ব্যবসায়ী ও দালালদের প্রধান হোতা জহির এসকল কথিত মিড়িয়া পারায় লোকদের দিয়ে হুমকি দেওয়ায় । খোজ খবর নিয়ে জতদুর জানাগেছে, দালাল জহির বেপরোয়া ভাবে চাঁদাবাজী করে আসছে । তার এ চাঁদাবাজীর ব্যাপারে এলাকার শান্তি প্রিয় নারী-পুরুষ নিষেধ করলে তাদের বিভিন্ন রকমের ভয়ভিতি দেখায় । উজিরপুর পৌর সভার মধ্যে এমন কোন জায়গা নেই যেখান থেকে জহির চাঁদানা নেয় । জোনাল অফিস,ভুমি অফিস,সাব-রেজিস্ট্রি অফিস গড়ে দৈনিক ২ হাজার টাকা চাঁদা দিতে হয় জহিরকে সূত্রেরদাবী । সূত্রের ভাষ্যমতে, যদি চাঁদার টাকা দিতে অস্বিকার করে থাকে তাকে মারধর হুমকি থামকি দিয়ে ভয় দেখানো । গত সপ্তাহে একটি ঘটনা অডিট অফিসার রবি প্রসাদদেকে চাঁদার দাবীতে অফিসে গিয়ে মারধরকরে জহির ও তার সংগপাঙ্গরা । জহির প্রকাশ্য হুংকার দিয়ে বলে আমার লাগাম টেনে ধরার মত কাউকে দেখিনা । এলাকার শান্তি প্রিয় নারী পুরুষের দাবী জহিরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়া হউক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment moderation is enabled. Your comment may take some time to appear.