আজ : ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Breaking News

যাত্রী নেয়ার প্রতিযোগিতায় হ্রাস পাচ্ছে লঞ্চ ভাড়া

বরিশাল অফিস : লঞ্চ কোম্পানীর প্রতিযোগিতায় সস্তিতে রয়েছে ঢাকা বরিশাল রুটের নৌ যাত্রীরা। মাত্র ১০০ টাকায় ঢাকা যেতে পড়ছে। যাত্রীর তুলনায় লঞ্চের আসন বেশী থাকা এ অবস্থা বিরাজ করছে। ফলে লঞ্চ কোম্পানী গুলো যার যার লঞ্চে যাত্রী তুলতে ১০০ টাকার অফর দিচ্ছে। সাধারণ মানুষের মতে, লঞ্চ কোম্পানীর সিন্ডিকেট ভেঙ্গে প্রতিযোগিতার বাজার থাকলে যাত্রী হয়রানী কমবে। বরিশাল আধুনিক নৌ বন্দর টার্মিনালে ঘুরে দেখা গেছে, গতকাল বরিশাল থেকে ঢাকার উদ্যোশ্যে রওনা করেছে সুন্দরবন-১০, টিপু-৭, সুরভী-৭, পারাবত-৯ ও কীর্তনখোলা-১। যাত্রীর তুলনায় লঞ্চ ও তার আসন বেশী রয়েছে। যার কারণে যাত্রীদের ডেকে ডেকে লঞ্চে তোলা হচ্ছে। পাশাপাশি মাত্র ১০০ টাকা টিকিটে ঢাকা ভ্রমন বলে যাত্রীদের ডাকছে। লঞ্চ যাত্রী হোমিও চিকিৎসক সমিতির সভাপতি ডা: হুমায়ুন কবির জানান, লঞ্চ মালিকদের সিন্ডিকেটের কারণে বেশী ভাড়া ও যাত্রী ভোগান্তির সৃস্টি হয়। তবে যাত্রী কম থাকায় এখন যাত্রীদের কদর বেড়েছে। এখন ১০০ টাকা রেটে যাত্রী লঞ্চে তুলছে। এতে করে প্রতিটি লঞ্চের মধ্যে প্রতিযোগিতার সৃস্টি হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষও সস্তি পাচ্ছে বলে তার মত। ব্যবসায়ী মেহেদী হাসান রনি জানান, সারা দেশে তথ্য প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে। সেখানে এখনো লাইনে দাড়িয়ে বা ব¬াকারের কাছ থেকে অতিরিক্ত টাকায় লঞ্চের টিকেট কটতে হচ্ছে। অথচ অনলাইন পদ্দতিতে টিকেট বিক্রির ব্যবস্থা করা গেলে এসব হয়রানী থেকে রক্ষা পেতো জনগন। লঞ্চের প্রতিযোগিতার কারণে সাধারণ মানুষ কম খ রচে এখন যাত্রায়াত করার সুযোগ পাচ্ছে। ব্যবসায়ী এবিএম মাসুদ জানান, বহি:বিশ্বে বড় দিন বা বড় কোন উৎসবের সময় সব কিছুর দাম কমে যায়। বিশেষ অফার দেয়। আর আমাদের দেশে বড় অনুষ্ঠানে দেখলে দাম বেড়ে যায়। ইচ্ছে মত যাত্রী ভাড়া হাতিয়ে নেয়। আর এখন যাত্রী নাই এখন ১০০ টাকা টিকিট বলে যাত্রীদের টেনে টেনে লঞ্চ উঠাচ্ছে। বাংলাদেশ অভ্যন্তরীন নৌ চলাচল(যাত্রী পরিবহন) সংস্থার কেন্দ্রীয় সহ সভাপতি সাইদুর রহমান রিন্টু জানান, যাত্রী সেবা ভাল দিলে যাত্রীদের ডেকে কেডে লঞ্চে তুলতে হয় না। যাত্রীরা এমনিতেই লঞ্চে ওঠে। যেহেতু সব লঞ্চ কোম্পানী ১০০ টাকা রেটে যাত্রী পরিবহন করছে, সেক্ষেত্রে তার কোম্পানীও ১০০ টাকায় যাত্রী পরিবহন করবে বলে তিনি জানান। তিনি বলেন, তবে এ অফার ক্ষনিকের জন্য বেশীদিন থাকবে না। বিআইডবি¬উটিএ বরিশাল বন্দর ও পরিবহন বিভাগের যুগ্ম পরিচালক মো: মোস্তাফিজুর রহমান জানান, গতকাল বরিশাল থেকে ৫টি লঞ্চ ছেড়ে গেছে। তবে যাত্রী খুব কম ছিল। ফলে লঞ্চ কোম্পানী গুলো যাত্রী পাওয়ার জন্য ১০০ টাকা ডেক টিকিট বলে যাত্রী তুলেছে। মুলত সরকারী রেট ২৫০ টাকা। যা ঈদের সময় কার্যকর করে লঞ্চ মালিকরা। এছাড়া সারা বছর ২০০ টাকা রেটে যাত্রী পরিবহন করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment moderation is enabled. Your comment may take some time to appear.