আজ : ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Breaking News

সাংবাদিক মনির হত্যার দায়ে বাবা-ছেলের ফাঁসি

এম জামাল হোসেন  : বরিশালের মুলাদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মনির রাঢ়ী হত্যা মামলায় রায়ে ৩ আসামীর মধ্যে বাবা-ছেলের ফাঁসি এবং এক জনকে বেকসুর খালাস দিয়েছে আদালত। মঙ্গলবার (২৬ জুলাই ) বেলা ১১ টায় আসামীদের উপস্থিতিকে দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়েরা জজ সুদীপ্ত রায় এই রায় ঘোষণা করেন। ফাঁসির দন্ড প্রাপ্তরা হলেন আলাউদ্দিন রাঢ়ী ও তার ছোট ছেলে রাসেল রাঢ়ী। বেকসুর খালাস পেয়েছেন আলাউদ্দিন রাঢ়ীর বড় ছেলে সোহাগ রাঢ়ী।’মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবী গিয়াস উদ্দিন কাবুল জানান- ২০১১ সালে ২২ ডিসেম্বর চলাচলের রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণকালে বাঁধা দিয়েছিলেন মনির রাঢ়ী। এসময় প্রতিপক্ষ আলাউদ্দিন রাঢ়ী ও তার সন্তানেরা মনির রাঢ়ীর মাধায় কোদাল দিয়ে কুপিয়ে আহত করে। গুরুতর অবস্থায় মনির রাঢ়ীকে বরিশাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে ওদিন রাতে মৃত্যু হয়। ২২ ডিসেম্বর মনির রাঢ়ীর ভাই জসিমউদ্দিন রাঢ়ী মুলাদী থানায় হত্যা মামলা দায়ের করেন। ২৭ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. কায়কোবাদ ৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।এরমধ্যে ২০১৪ সালে ২ জুলাই আসামি মোতালেব রাঢ়ী মারা যান এবং অপর আসামী আলেয়া বেগমকে ২০১৫ সালের ২২ ফেব্রুয়ারী মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।’ ১৭ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালতের বিচারক উল্লেখিত রায় প্রদান করেন। পিপি গিয়াস উদ্দিন রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, সরকার যেন এই রায় দ্রুত কার্যকর করেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment moderation is enabled. Your comment may take some time to appear.