আজ : ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Breaking News

সাবেক কাস্টমস কমিশনার নুরুল ইসলাম গ্রেফতার

ঢাকা: সাড়ে ৪ কোটি টাকা পাচারের অভিযোগে কস্টমস এক্সাইজ অ্যাপিলেট ট্রাইবুনালের সদস্য ও সাবেক কাস্টমস কমিশনার মো. নুরুল ইসলামকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে তাকে গ্রেফতার করা হয়। দুদক সূত্রে এ খবর জানা যায়।

নুরুল ইসলাম বাগেরহাটের মংলা কাস্টমস হাউজের সাবেক কমিশনার। বর্তমানে তিনি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের সদস্য।

২০১১ সালের ৪ এপ্রিল মংলা থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। মামলায় নুরুল ইসলামসহ পাঁচজনকে আসামি করা হয়।

মামলার এজাহারে বলা হয়, নুরুল ইসলামের সঙ্গে পারস্পরিক যোগসাজশে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সাবান ও বডি স্প্রে জাতীয় প্রসাধনী পণ্য দুবাই থেকে মংলা বন্দর দিয়ে আমদানি অনুমোদন পায়। ২৪ হাজার ২৪০ বোতল অনুমোদনবিহীন বিভিন্ন প্রকার বিদেশি মদ, ইলেক্ট্রনিক্স ও অন্যান্য পণ্য সামগ্রী দুই কন্টেইনার ভর্তি হয়ে মংলা বন্দর দিয়ে বাংলাদেশে আনা হয়। যা ৪ কোটি ৫০ হাজার টাকা অন্যায়ভাবে বিক্রি করে সেই অর্থ পাচার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment moderation is enabled. Your comment may take some time to appear.