আজ : ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Breaking News

সেবক হয়ে আপনাদের পাশে থাকতে চাই, বানারীপাড়া জনসভায় নৌকার কান্ডারী শাহে আলম

জাকির হোসেন,বানারীপাড়া।।
বৃহস্পতিবার শীতের স্নিগ্ধ বিকালে বানারীপাড়া সরকারী মডেল ইউনিয়ন ইনষ্টিটিউশন (পাইলট) স্কুল মাঠটি জনসমুদ্রে রূপ নেয় নৌকার প্রার্থীর উঠান বৈঠক। প্রধান অতিথির বক্তৃতায় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২(বানারীপাড়া-উজিরপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুজিব অন্তঃ প্রাণ মাটি ও মানুষের নেতা মো. শাহে আলম বলেছেন স্বাধীনতা-সার্বভৌমত্ব,শান্তি,উন্নয়ন ও অগ্রগতির প্রতিক নৌকায় ভোট দিয়ে তাকে নির্বাচিত করলে তিনি বানারীপাড়া ও উজিরপুর উপজেলায় শিক্ষিত বেকার যুবক-যুবতীদের কর্মস্থান সৃষ্টি,মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে ক্রীড়া ও সাংস্কৃতিক হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা, রাস্তা-ঘাট,ব্রিজ-কালভার্ট নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, স্কুল,কলেজ ও মাদ্রাসায় উন্নত অবকাঠামো নির্মাণ সহ তথ্য-প্রযুক্তি সমৃদ্ধ শিক্ষার মানোন্নয়ন,চাকুরীর বিকল্প কর্মসংস্থান সৃষ্টি,সর্বোপরি সন্ত্রাস, জঙ্গিবাদ,ঘুষ-দুর্নীতি ও মাদকমুক্ত আধুনিক এবং আদর্শ তিলোত্তমা উপজেলায় রূপান্তর করা হবে। এসময় তিনি আরও বলেন আমি নির্বাচিত হলে শাসক নয় জনগনের সেবক হিসেবে কাজ করে এ দু’উপজেলাবাসীকে শান্তিময় নিরাপদ ও উন্নত জীবন যাপনের পরিবেশ সৃষ্টি করে দেবো। মানুষ ঘরের দরজা খুলে শান্তিতে ও নির্বিঘেœ ঘুমাতে পারবে। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনারবাংলা ও তার সুযোগ্য কন্যা মাদার অব হিউম্যানিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প-২০২১ ও ২০৪১ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালণের প্রত্যয় ব্যক্ত করে এসময তিনি নৌকায় ভোট প্রার্থণা করলে উপস্থিত জনতা হাত উঁিচয়ে ভোট দেওয়ার অঙ্গিকার করেন। বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানার সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বরিশাল-২ আসনে বিদায়ী সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস,কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান খান,বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইসাহাক আলী খান পান্না,জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য আলী আহমদ,কানাডা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. সালাম,বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন (অব.) এম এ জব্বার,বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ফারুক,উজিরপুর উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল,ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি আনিসুর রহমান,সাবেক ছাত্রলীগ নেত্রী সৈয়দ্ ারুবিনা আক্তার মীরা,স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা,বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন,সম্পাদক আ.মজিদ সিকদার বাচ্চু,পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন,ঢাবি শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি আবিদ আল হাসান,মুক্তিযুদ্ধকালীণ বেজ কমান্ডার বেণী লাল দাস গুপ্ত বেণু,বানারীপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকান আলী হাওলাদার প্রমুখ। প্রসঙ্গত উঠান বৈঠকে যোগ দেওয়ার জন্য বানারীপাড়া পৌর শহর সহ উপজেলার ৮ ইউনিয়ন থেকে হাজার হাজার নেতা-কর্মী,সমর্থক ও দলমত শ্রেণী পেশার সর্বস্তরের নারী-পুরুষ,শিশু নৌকা প্রতিক ও প্ল্যাকার্ড নিয়ে দুপুর গড়াতেই স্কুল মাঠে এসে জড়ো হন। এক পর্যায়ে পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে আশপাশের সড়ক ও বাসা-বাড়ির ছাদ ছাপিয়ে উঠান বৈঠকটি জনসমুদ্রে রূপ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment moderation is enabled. Your comment may take some time to appear.