আজ : ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Breaking News

হওয়ার সফটওয়্যার চালকবিহীন গাড়ি

ইন্টারনেট প্রযুক্তি বিষয়ক বিশ্বের বৃহত্তম একটি প্রতিষ্ঠান গুগল এখন চালকবিহীন গাড়ি তৈরিতে কাজ করছে।

মাত্র দু’জন বসতে পারে এরকম ছোট্ট একটি গাড়ি তারা ইতোমধ্যেই নির্মাণ করেছে।

গাড়ি চলতে শুরু করার সময় এর গতি হবে ঘণ্টায় ২৫ মাইল। চলবে গুগলের তৈরি রাস্তার ম্যাপ অনুসরণ করে।

এই গাড়িতে শুধু দুটো বোতাম থাকবে- চলতে শুরু করার জন্যে একটি আর অন্যটি থামাবার জন্যে।

এছাড়া আর কিছুই থাকবে না। বাকি সব কাজ গাড়িটি নিজে নিজেই করবে।

এধরনের চালকবিহীন গাড়ি তৈরির জন্যে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে।

সবচে বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। গুগল এবং টেসলায়।141204091620_driverless_car_640x360_dbis_nocredit

সম্প্রতি যুক্তরাষ্ট্রে এরকম চালকবিহীন গাড়ি সম্প্রতি দুর্ঘটনার কবলেও পড়েছে। তারপরেই প্রশ্ন উঠেছে এই প্রযুক্তি রাস্তাঘাটে কতোটা কতোটা নিশ্চিত করতে পারবে।

কিন্তু ব্রিটেনে রোবটিক্স গবেষণা সংক্রান্ত একটি প্রতিষ্ঠান চালকবিহীন গাড়ি তৈরির দিকে না গিয়ে একটি সফটওয়্যার তৈরি করেছে, যা যেকোনো গড়িতে ইন্সটল করে দিলেই সেটি চালকবিহীন গাড়িতে পরিণত হবে।

কোম্পানিটির নাম অক্সবটিকা।

কর্মকর্তারা বলছেন, এবছরেই তারা লন্ডনে একটি গাড়িতে এই সফটওয়্যার বসিয়ে পরীক্ষা করে দেখবেন।

অক্সবটিকার প্রফেসর পল নিউম্যান বলেছেন, “আমরা এরকম একটি সফটওয়্যার তৈরিতে কাজ করছি যা যেকোনো গাড়িকে বুদ্ধিমান গাড়িতে পরিণত করবে। এই সফটওয়্যারটিকে বলতে পারেন চালকবিহীন গাড়ির প্রযুক্তির জন্যে এক ধরনের অ্যান্ড্রয়েড।”

তিনি বলেন, “আমরা একটি অপারেটিং সিস্টেম তৈরি করেছি যার সাহায্যে গাড়িটি আপনা আপনি চলতে পারবে। যেকোনো ধরনের গাড়িতে এই সফটওয়্যরটি ইন্সটল করলে সেটি পরিণত হবে চালকবিহীন গাড়িতে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment moderation is enabled. Your comment may take some time to appear.